পুজোর আনন্দে সবাই যখন ব্যস্ত তখন নদীয়া জেলার রানাঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রানাঘাট ব্যস্ত রয়েছে ‘মানবিক পাঠশালার’ ছোট ছোট বাচ্চাদের নিয়ে। গতকাল ৪ ঠা অক্টোবর মানবিক পাঠশালার ৪০ জন বাচ্চাদের নিয়ে “মানবিক রানাঘাটে”র পূজো পরিক্রমা সুষ্ঠ ভাবে সম্পন্ন হলো।
সকাল ১১ টায় মানবিক রানাঘাটের অফিস প্রাঙ্গন থেকে শুরু হয় এই পরিক্রমা এবং শেষ হয় দুপুর ২:৩০ মিনিটে । কচিকাঁচা বাচ্চাদের উল্লাস ছিল চোখে পড়ার মত। এদের মধ্যে অনেকেই হয়তো ভাবেনি পুজোর আনন্দ এতটা সুন্দর ভাবে কখনো তারা করতে পারবে। ঘোরার শেষে সংস্থার পক্ষ থেকে পূজোর স্পেশাল খাওয়া দাওয়ার ও ব্যবস্থা রেখেছিল কচিকাচাদের জন্য । মেনুতে ছিল- ভাত, ডাল, আলুর চোখা, মুরগির মাংস, আমের চাটনি, ইত্যাদি।
আজ ৫ই অক্টোবর যাদের নিয়ে কেউ ভাবে না,যাদের না হলে মায়ের বোধন হবে না সেই ঢাকি ভাইদের নিয়ে এক মহতী উদ্যোগ গ্রহণ করে মানবিক রানাঘাট সংস্থাটি।সংস্থাটির পক্ষ থেকে রানাঘাটের সমস্ত পূজো মন্ডপের ঢাকি ভাইদের হাতে তুলে দেওয়া হলো নতুন জামা-কাপড়।নতুন জামা-কাপড় পেয়ে বেজায় খুশি ঢাকি ভাইরা ।
তাদের মধ্যে একজন বললেন “ঘরবাড়ি ছেড়ে এসেছি এখানে ঢাক বাজাতে কিন্তু এদের এই আতিথিয়তা জীবনে কোনদিন ভুলতে পারবো না “।সংস্থাটির পক্ষে শ্রী সুভাষ নাথ বলেন “ছোট ছোট বাচ্চাদের অসহায় মুখগুলো দেখলে নিজের বড় কষ্ট হয় । পুজোর আনন্দে সবাই যখন মশগুল আর ঢাকি ভাইরাই কেন বাদ যাবে ? সংস্থাটির পক্ষ থেকে তাই সবার জন্যই এই আয়োজন” ।