সপ্তাভোর লাগাতার প্রান্তিক মানুষের খাবারের দায়িত্ব নিলেন এলাকার ব্যবসায়ী

Social

মলয় দে নদীয়া:-“একদিন দুদিন নয়, লকডাউন যতদিন চলবে ৫ নম্বর ওয়ার্ডের কোন মানুষ না খেয়ে মরবে না, একটাই অনুরোধ ঘর থেকে বেরোবে না, আমায় ফোন করুন! দায়িত্ব সবটাই আমার” নদীয়া জেলার শান্তিপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের থানার মোড়ের প্রসিদ্ধ ব্যবসায়ী বিকাশ বর্মন এমনটাই জানান জনসাধারণের উদ্দেশে। বিগত ২রা এপ্রিল থেকে প্রতিদিন নিয়মিত পাঁচ শতাধিক এর উপর প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন, চাল, আলু, পিয়াজ, সোয়াবিন, সরষের তেল সহ নানা প্রয়োজনীয় খাদ্য দ্রব্য। রুগী ,শিশু ও বৃদ্ধদের কথা মাথায় রেখে পরশু এবং গতকাল মোট ৭৭৫ লিটার দুধ বিতরণ করেন।

তিনি জানান ছোটখাটো গবাদি পশু প্রতিপালক দুধ বিক্রির অসুবিধা হলে তার কাছে উপযুক্ত দামে বিক্রি করার কথা। ৪২কুইন্টাল চাল, ৪৫ বস্তা আলু, ৮বস্তা পেঁয়াজ , ২০০ লিটার সরষের তেল, ১২০ কেজি সয়াবিন , ৪৫০ টি কলা এই এক সপ্তাহে পৌঁছেছেন ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেশবন্ধু কলোনি, মুচিপাড়া, সারাগড় মুসলিম পাড়া, নতুন পাড়া, পাড়া, আনন্দময়ী পাড়া।

নিজের ওয়ার্ড বাদ দিয়েও ঘোড়ালিয়া পঞ্চায়েতের অন্তর্গত খাপড়া ডাঙ্গা, ঘোড়ালিয়া নতুনপাড়া, জোল পড়া, কুন্ডুপাড়া।

নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড় করিয়ে সুশৃংখলভাবে ফাঁকা মাঠে বিতরণ করা হয়েছে সমস্ত খাদ্যদ্রব্য। আজ বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যকে দেখা গেলো এ মহৎ কর্মযজ্ঞে তার পাশে হাতে হাত লাগিয়ে সহযোগিতা করতে।

Leave a Reply