মলয় দে নদীয়া:-চৈত্রের শেষে বৈশাখের আগমন আজ পয়লা বৈশাখ । বাঙ্গালীর নববর্ষ। সেই নববর্ষ কে স্বাগত জানাতে সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন সাধারণ মানুষ। হালখাতায় পুজো দেওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বহু মানুষ লক্ষ্মী গণেশ এর বিগ্রহ নিয়ে উপস্থিত হয়েছে মন্দিরে সেরকমই নদিয়ার শান্তিপুর সিদ্ধেশ্বরী মাতা মন্দিরে সকাল থেকেই লম্বা লাইন ভক্তবৃন্দর অপরদিকে শান্তিপুরের ভাগীরথী তীরবর্তী স্নানঘাট গুলিতেও মানুষের উপস্থিতি চোখে পড়ার মত একদিকে পূর্ণ স্নান অপরদিকে বছরের প্রথম দিনটি পুণ্য স্নান করে ঈশ্বরের কাছে আশীর্বাদ নিয়েই শুরু করতে চায় আম বাঙালি।
সেরকমই সাধারণ মানুষ আজ মুখরিত নানান বর্ষবরণ অনুষ্ঠানে। তবে পূর্বের মতন শুধু আজকের দিনটি নয় অক্ষয় তৃতীয়া সহ চলতি বাংলা বৈশাখ মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিনে হয়ে থাকে হালখাতা। তবে ইন্টারনেটের যুগে এখন অনলাইন ব্যবসার রমরমা সে ক্ষেত্রে মন্দিরে খুব বেশি ভিড় দেখা গেল না শান্তিপুর বড়বাজার সিদ্ধেশ্বরী মন্দিরে আজকের দিনে।