সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে চলছে পড়াশোনা অভিনব উদ্যোগ বিদ্যালয়ের

Social

দেবু সিংহ,মালদা: পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ শহরের বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ইউটিউবের মাধ্যমে পড়াশোনা শুরু করেছে তাতে। স্কুলের এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরা। প্রশংসা করেছেন জেলা শিক্ষা দপ্তরও। জানা গেছে, অনলাইনে পড়াশোনার জন্য ইউটিউব চ্যানেল করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে। সেখানে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন আলোচনার পাশাপাশি ক্লাস ভিত্তিক এবং বিষয় ভিত্তিক পড়াশোনা করানো হচ্ছে ওই চ্যানেলে।

শিক্ষিকারা তাঁদের বিষয় মতো ক্লাস নিয়ে ওই চ্যানেলে আপলোড করছেন। পড়ুয়ারা সময় মতো ওই চ্যানেল থেকে দেখে তাঁরা পড়াশোনা করে নিতে পারছে। লকডাউনের ফলে স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে পড়ুয়াদের পড়াশোনা লাটে ওঠার জোগাড়। এই সময় ইউটিউব চ্যানেল, সত্যিই প্রশংসনীয়। প্রধান শিক্ষিকা গীতশ্রী মজুমদার বলেন,‘‌পড়ুয়াদের পড়াশোনার কথা মাথায় রেখে এই চ্যানেল খোলা হয়েছে। এবার থেকে এখানেই তারা অনায়াসে পড়াশোনা করতে পারবে।’‌

Leave a Reply