জালবন্দি হচ্ছে না মাছ, মৎস্যজীবীদের মাথায় হাত

Social

মলয় দে নদীয়া:-  লক ডাউনে গৃহবন্দী নয়, উন্মুক্ত খোলা আকাশের নিচে জলের উপর সারাদিন রয়েছে জেলেরা। গৃহবন্দীর কড়াকড়ি নেই মৎস্যজীবীদের। তাই ডিঙ্গি নৌকা নিয়ে, সারা বছরের মতো মাঝ রাতে উঠে বেরিয়ে আসে তারা। সারারাত জলের সঙ্গে চলে যুদ্ধ।

প্রশাসনের চোখ রাঙানিতেও গৃহবন্দী হচ্ছে না সাধারণ মানুষ ঠিক তেমনই অবাধ্য মাছেদের জালবন্দী করতে পারছে না জেলে ভাইয়েরা।

প্রতিবছরই চৈত্র মাসে এ ধরনের সমস্যা হলেও এ বছরে কিছুতেই বশ করতে পারছে না মাছেদের! ওদিকে মাছ বাজারে হামলে পড়া ভিড়, অথচ মাছের দেখা নেই। অত বড় জালটি পাতা গোটানোর মজুরি ও মিলছে না বেশ কিছুদিন। এই আকালের দিনে পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মৎস্যজীবী বহু পরিবার ।

Leave a Reply