ছাত্র-ছাত্রীদের অপুষ্টি থেকে রক্ষা করার উদ্দেশ্যে-“পুষ্টি অভিযান” সেমিনারের আয়োজন করলো নদীয়া জেলার ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্প।কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাসকে ‘Rastriya Poshan Maah’ হিসেবে পালন করছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।আজ বিদ্যালয়ের সভাকক্ষে ছাত্র-ছাত্রীরা যাতে অপুষ্টির শিকার না হয় ও অপুষ্টি থেকে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের সামনে শিক্ষক-শিক্ষিকারা তুলে ধরেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ খান,শিক্ষিকা শ্রীমতি সুচিস্নিগ্ধা স্বর্ণকার,শ্রী সত্য রঞ্জন গোস্বামী,শ্রী বিদ্বান চন্দ্র মন্ডল সহ আরও অনেকে পুষ্টি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
ছাত্র-ছাত্রীরা নিজেরা এই আলোচনা চক্রে অংশগ্রহণ করে পরিবারের মধ্যে এই পুষ্টি সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে ও সমাজের অপুষ্টি আক্রান্তের সংখ্যা কমবে বলে আশাবাদী বিদ্যালয়টি ।বিদ্যালয়ের সভাপতি লোকনাথ সমাদ্দার বলেন ” শিক্ষার্থীদের মানসিক,বৌদ্ধিক বিকাশের পাশাপাশি দৈহিক বিকাশ ঠিকঠাক হচ্ছে কিনা তার প্রতি আমরা খেয়াল রাখতে বদ্ধপরিকর।বিদ্যালয়ে মাঝে মাঝে ছাত্র-ছাত্রীদের ওজন ও উচ্চতা মাপা হবে বলে স্থির করা হয়েছে”।