বিদ্যালয়ের পুঁথিগত শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ের সঙ্গে সাধারণ মানুষের জনসংযোগ ও সমাজ সচেতনতা তৈরি করতে উদ্যোগ নিল বিদ্যালয়।মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দের যৌথ প্রচেষ্টায় সম্পূর্ণ হল এক মাস ব্যাপি (সেপ্টেম্বর, ২০১৯) জনসংযোগ ও সমাজ সচেতনতার এক অভিনব কর্মসূচির।
যার ফলে সেপ্টেম্বর মাসের বিভিন্ন দিনে বিদ্যালয় ছুটির পর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ পৌঁছে গেছেন বিদ্যালয়ের পাশ্ববর্তী গ্রাম নওপুকুরিয়া, খাঁপাড়া, মাঠপাড়া, ঘোষপাড়া, কাপাসডাঙ্গা, মাঝপাড়া, ছেতিয়ানী, হোসেনপুর, নবাববাড়ি, নতুনপাড়া সহ প্রভৃতি এলাকার বিভিন্ন বাড়িতে। খোঁজ নেওয়া হয়েছে সার্বিক বিষয়ে- ছেলে-মেয়েদের পড়াশোনা, পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা, রোগমুক্ত সমাজ গঠন, শৌচাগার ব্যাবহার, জল সংরক্ষন, বৃক্ষরোপনের আবেদন প্রভৃতি । সচেতন করা হয় ডেঙ্গু, ম্যালেরিয়া জাতীয় রোগ সম্পর্কে। এমনকি গ্রামের সমস্ত রকম তথ্য পেতে উক্ত দিনগুলিতে বিষয় সম্পর্কে সমীক্ষাও করা হয় বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে। বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস মহাশয় বলেন, “বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের সার্বিক প্রচেষ্টায় এই কর্মসূচির সফল রূপায়ন করতে পেরেছি। ভবিষ্যতে সামাজিক উন্নয়নে এধরনের আরও নানা কর্মসূচি গ্রহণ করবে আমাদের বিদ্যালয় “।
বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প প্রোগ্রাম অফিসার অমিত কুমার মণ্ডল বলেন “বিভিন্ন সেবামূলক কাজে আমরা সর্বদা যুক্ত থাকি। পাশাপাশি সমাজ সচেতনতার কাজে ও ছাত্র-ছাত্রীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়” ।