চাঁচলে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত‍্যু গাভীর,ক্ষতিপূরণের দাবি

Social

চাঁচল: উচ্চবাতি স্তম্ভের ওয়‍্যারিং খোলা থাকায় বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত‍্যু হল এক গবাদি পশুর।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল স্টেডিয়াম মাঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ।প্রশাসনের উদাসীনতায় এইরকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ ক্রীড়া প্রেমী থেকে শুরু করে গো-পালন কর্তার।স্থানীয় সূত্রে জানা গেছে,চাঁচল সদরের স্ট‍েডিয়াম মাঠটির প্রবেশ দ্বার খোলা থাকায় গরু ও ছাগলের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে।আর সেই মাঠের সবুজ কাঁচা ঘাস খেতে গিয়ে প্রাণ হারাল এক গাভী।অভিযোগ,পঞ্চায়েতের তরফে মাঠের চতুর্প্রান্তে বসানো হয়েছে উচ্চবাতি স্তম্ভ।সেই স্তম্ভগুলির মধ‍্যে একটিতে বিদ‍্যুৎ-এর কেবল লিক থাকায়,তার সংস্পর্শে গাভীটি বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় বলে দাবি গাভীর মালিক নান্টু রবিদাসের।তিনি প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি তুলেছেন।

তিনি বলেন,আমি পেশায় চর্মকার।দৈনিক উপার্জনে ঠিকভাবে সংসার চলেনা।গাভীটি সংসারে কিছু অর্থজোগান দিত।তাতেই সংসার চলছিল।এখন ক্ষতিপূরণ না পেলে ভেসে যাব।
চাঁচল গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান উৎপল তালুকদার জানিয়েছেন,প্রতিটি জীবের মৃত‍্যু বেদনাদায়ক।ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে পঞ্চায়েতে আলোচনায় বসব।

Leave a Reply