বন্ধুর দুটো কিডনি প্রায় ৯০ শতাংশ নষ্টের দিকে। সেই বন্ধুর জীবন বাঁচাতে এগিয়ে এলো কলেজ পড়ুয়ারা। ঘটনাটি নদীয়া জেলার কৃষ্ণনগরের । পার্থ বিশ্বাস বাড়ি নদীয়া জেলার ভীমপুর থানার আসাননগরে। মেধাবী ছাত্র পার্থ বর্তমানে কৃষ্ণনগর গ্লোবাল কলেজের ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করছে। বাবা দিনমজুর। চিকিৎসা চলছে ভেলোর সি.এম.সি হাসপাতালে।চিকিৎসকদের মতে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ১টি নতুন কিডনি প্রতিস্থাপন করতে হবে। না হলে অল্প বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়বে পার্থ।খরচ হবে প্রায় ১৬ লক্ষ টাকা কিন্তু দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। বন্ধুরা এগিয়ে এসেছে সাহায্যের জন্য। তারা কৃষ্ণনগরের নানান জায়গায় – স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় ১লক্ষ টাকা যোগাড় করে।গতকাল পার্থর পরিবারের হাতে এক লক্ষ টাকা তুলে দেয় তার চিকিৎসার জন্য। সংগ্রহকারী বন্ধুদের মধ্যে অন্যতম মিরাজুল সেখ ও সুদীপ্ত সরকার বললেন “আমরা আশা রাখছি কিছুদিনের মধ্যে আরো কিছু আর্থিক সাহায্য করতে পারব পার্থর পরিবারকে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে পার্থ ও আবার পড়াশোনা শুরু করবে”।