মলয় দে নদীয়া:- পাট পচাতে যাতে সময় কম লাগে এবং পাটের গুণমান ভালো হয়, সেই কারনে ব্যবহার করা হচ্ছে এক ধরনের পাউডার। সেই পাউডার ব্যবহার করলে মাত্র দশ বারো দিনের মধ্যেই সুন্দর ভাবে পাট পচে যাচ্ছে, দূষিত জীবাণু জলে ক্ষতিগ্রস্ত হাতের থেকেও উপকৃত হচ্ছেন চাষিরা। ওই পাউডার ব্যবহার করে উপকৃত চাষিরা খুবই খুশি। আজ নদীয়ার শান্তিপুরে এমনই শতাধিক কৃষকদের নিয়ে করা হলো প্রশিক্ষণ শিবির। প্রসঙ্গত গত বছর একই ট্রেনিং দেওয়া এবং বিনামূল্যে এই পাউডার বিতরণ করা হয়েছিলো নদীয়া অর্গানিক ফারমার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। আজ আবারো তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই ধরনের পাউডার সাথে বিগত দিনের নানান অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হয়। চাষিরা জানিয়েছেন ওই পাউডার ব্যবহার করে তারা উপকার পেয়েছেন। আগে পাট পচাতে অনেক সময় লেগে যেত। পাটের রং ভালো হতো না। ফলে বাজারে সেই পাটের দাম পাওয়া যেত না। কিন্তু এবার সেই পাউডার ব্যবহার করে পাটের রং হচ্ছে সোনালী। চাষিরা সেই পাটের ভাল দাম পাচ্ছেন। এ প্রসঙ্গে আগত কৃষি বিজ্ঞানীরা জানান উন্নত এক মেশিনে মাত্র দু ঘন্টার মধ্যে দুই বিঘা জমির কাঁচা পাটের থেকে ছাল ছাড়ানো হয়ে যাবে, তারপর সেগুলিকে যাক দেওয়া যাবে অল্প জায়গাতেই এবং আরো অল্প সময়ে সেই মেশিন অতি শীঘ্রই আসতে চলেছে শান্তিপুরে। এ বাদেও পাট থেকে তৈরি চা ইতিমধ্যেই সাড়া ফেলেছে জাতীয় বাজারে তবে তা স্থানীয় স্তরে আসতে চলেছে খুব শীঘ্রই।