অসহায় দু:স্থ পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সেচ্ছাসেবী সংগঠন

Social

দেবু সিংহ,মালদা : দীর্ঘদিন লক ডাউনের ফলে এলাকার মানুষ কাজকর্ম হারিয়ে ফেলেছে। গরীব মানুষ কি খাবে তাদের কাছে কোনো ব্যাবস্থা নেই। যে সমস্ত বাড়ির ছেলে মেয়েরা বিদ্যালয়ে পড়াশুনা করে সরকারের মি ডে মিল এর পক্ষ থেকে তারা ২কেজি চাল ও ২ কেজি আলু  পেয়েছেন । কিন্তু তাতে আর কয়দিনই বা চলে । তাই তাদের পাশে দু মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এগিয়ে এল বাবলা কমলপুর প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

সোসাইটি তরফ থেকে এলাকার প্রায় ১৫০ জনকে খাদ্য দ্রব্য ৫কেজি চাল, ৩কেজি আলু, ৫০০গ্রাম ডাল, ২৫০গ্রাম সরিষার তেল সঙ্গে ১টি মাস্ক প্রদান করা হয়।

সোসাইটির সম্পাদক বলেন “লক্ ডাউন এর ফলে এলাকার অনেক মানুষ কাজ হারিয়েছেন, যে সমস্ত মানুষ দিন আনে দিন খায় তারা চরম বিপদের মধ্যে আছে তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এলাকার দেড় শতাধিক পরিবারকে সাহায্য করার চেষ্টা করলাম। সবার কাছে অনুরোধ কেউ বাড়ির বাইরে যাবেন না সরকারের নিয়ম নীতি মেনে চলুন ।”

Leave a Reply