ত্রি- চক্র যানে এবার মৎস্য সরবরাহ, উদ্যোগ মৎস্য দফতরের

Social

হলদিয়াঃ এবার হলদিয়ায় দেখা যাবে মাছ বিক্রির তিন চাকার মৎস্যযান। মৎস্য দপ্তরের উদ্যোগে অভিনব প্রয়াস। এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মাছ বিক্রি করবে এই সব মৎস্য-যান।

বৃহস্পতিবার হলদিয়া ব্লকে তিন চাকার মৎস্যযান ও স্বাস্থ্যকর তাপ নিয়ন্ত্রিত বাক্স দেওয়া হল সাতজন মৎস্যজীবীকে। ঘুরে ঘুরে বাড়ি বাড়ি মাছ বিক্রি করবে এই মৎস্যযান।

মৎস্যজীবীরা জানান এলাকায় মাছ বিক্রি করতে বিভিন্ন রকম গাড়ি ভাড়া করতে হত এবার থেকে গাড়িতে করে মৎস্য বিক্রির   মাধ্যমে আর্থিক দিক দিয়ে কিছুটা লাভ হবে বলে আশা রাখি ।

এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারি, হলদিয়ার বিডিও সঞ্জয় দাস , হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা , সহ সভাপতি সাইফুল ইসলাম, মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাজি ও হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু সহ অন্যন্যরা।

Leave a Reply