মলয় দে নদীয়া : -চরম অমানবিকতার নিদর্শন পাওয়া গেল গতকাল। শান্তিপর রাজপুত পাড়া লেনের বাসিন্ধা ৮৫ বছরের বৃদ্ধাকে গলায় ফাঁস লাগিয়ে মারার অভিযোগ উঠলো তারই ছেলে ও বৌমাদের বিরুদ্ধে।
অভিযোগ, দেড় বছর আগে ওই বৃদ্ধার বয়স হওয়ার কারণে হাতে পায়ে জোর পেতো না। তাই সংসারের কোন কাজ করতে পারত না সে, ছেলে ও বৌমা দের কাছে থাকতো বেশ কিছুদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে অশান্তি হয়।
পরশু রাতে এর প্রতিবাদ করায় ছেলে ও বউমারা মিলে ৮৫ বছর বৃদ্ধা আইসা বেওয়া কে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ মেয়ের পরিবারের তরফ থেকে। আয়েসা বেওয়া’র ৫ছেলে ও ৪ মেয়ে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।