প্রীতম ভট্টাচার্য : নদীয়া জেলার কৃষ্ণনগরের ২২ নং ওয়ার্ডে যারা রাজ্য বা দেশের বাইরে থেকে এসেছেন তাদের ঘরে থাকতে বললেন এলাকার প্রাক্তন কাউন্সিলর অয়ন দত্ত। কৃষ্ণনগরে করোনা নিয়ে যথেষ্ট আতঙ্ক ছিলো মানুষের মধ্যে। সোস্যাল মিডিয়ার গুজবে কৃষ্ণনগরের নাম যখন চারিদিকে সেই সময় এলাকার মানুষের পাশে দাঁড়ালেন সকলের প্রিয় তরুণ কাউন্সিলর অয়ন দত্ত।
তিনি পৌরসভার ন্যাশানাল আরবান হেলথ মিশনের অফিসার ও কর্মীদের নিয়ে এলাকায় যে সকল মানুষ বাইরে থেকে এসেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে পোষ্টারিং করেন ও বলেন তারা যেন ১৪ দিন বাড়ির বাইরে না বের হন, কারও সাথে মেলামেশা না করেন। এছাড়াও এলাকার মানুষদের বলেন – গুজব ছড়াবেন না, আতংকিত হবেন না,সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সাবান দিয়ে হাত ধোবেন, এলাকায় ভীড় এড়িয়ে চলবেন, জ্বর হলে ডাক্তারের পরামর্শ নেবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন।
ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এভাবে ঘুরে ঘুরে বিপদের দিনে কাজ করার এই উদ্যোগে এলাকাবাসী খুব খুশী।