মলয় দে, নদীয়া : বুধবার থেকে শুরু হল নবদ্বীপ পরিক্রমা। মহাপ্রভুর ৫৩৫ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে দেশ ও বিদেশের ভক্ত সমন্বয়ে শুরু হলো এই পরিক্রমা। মায়াপুর ইসকন থেকে পায়ে হেঁটে পরিক্রমণ শুরু হয় এরপর নৌকা পথে জলঙ্গি নদী পার হয়ে নবদ্বীপের বিভিন্ন প্রান্তে এই পরিক্রমা চলবে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য স্থানীয় ও ভিনদেশি ভক্ত উপস্থিত হন এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় যোগ দিতে। কিন্তু এবারে স্থানীয় ভক্তবৃন্দের সাথে শুধুমাত্র মায়াপুর বা নবদ্বীপে থাকা বিদেশীরাই অংশগ্রহণ করছেন। তবে রাজ্যের বাইরে থেকে ভক্তদের ভীড় বাড়তে শুরু করেছে।
চেন্নাই থেকে এসেছেন রাধিকা তিনি জানালেন এখানে এসে খুব ভালো লাগছে।নিজের চোখে মায়াপুরে দোল যাত্রা দেখতে পারবেন খুব আনন্দে আছেন ।