মলয় দে নদীয়া :-শান্তিপুর কলেজ মোড়, আমরা ক’জন- শান্তিপুরের রাস উৎসবের একটি ঐতিহ্যবাহী ক্লাব।করোনা ভাইরাস সংক্রান্ত লকডাউন এর কারনে ভারত বর্ষের বর্তমান পরিস্থিতির কারনে তারা দু:স্থ দরিদ্র মানুষের পাশে দাড়ালেন।
আমরা ক’জন ক্লাবের সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় বলেন “আমাদের প্রধান উৎসব রাস হলেও সারাবছর আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি।কখনো বস্ত্রদান, কখনো রক্তদান শিবির, কখনো চারাগাছ বতরণ,ট্রেচার প্রদান সহ সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মধ্যে থাকার চেষ্টা করি। বিভিন্ন উৎসব অনুষ্ঠান সবটাই মানুষ কে নিয়ে,তাই মানুষের কঠিন পরিস্থিতিতে আমাদের মানুষের থাকা একান্ত প্রয়োজন।
করোনা ভাইরাস সংক্রান্ত বাতাবরনে আমাদের এলাকায় প্রকৃত দুঃস্থ কিছু পরিবার যাদের অবস্থা কাজকর্ম না থাকার ফলে সত্যিই করুন এমন কিছু পরিবারের হাতে লক ডাউন এর দিনগুলিতে আমাদের সামর্থ মতো আমরা খাদ্যসামগ্রী সরবরাহের দায়িত্ব নিলাম। আজ তাদের হাতে চাল,ডাল, তেল, নুন, সোয়াবিন, আলু, পিয়াঁজ,বিস্কুট,সাবান তুলে দিলাম।হয়তো আগামী বছর রাস উৎসবে একটু বাজনা কম হবে নতুবা লাইটের আলো কম জ্বলবে,তাতে কোন অসুবিধা নেই, এই কঠিন সময়ে মানুষের পাশে থাকাটা তার থেকে অনেক শান্তির”।
প্রতিটা ক্লাব দূরের নয়, চোখের সামনে থাকা চারটি পরিবারের নিয়মিত খেয়াল রাখলেই হয়তো অনেকটাই বদলে দেয়া যায় এই সমাজ এমনটাই জানান ক্লাব সদস্যরা। তাই চোখের সামনে থাকা সুবোধ শীল ক্ষৌরকর্মী, মন্টু দাস জনমজুর শ্রমিক, মানসিক ভারসাম্যহীন সুমিতা দাস, মাধবী দাস পরিচারিকার কাজ করেন কিন্তু এ পরিস্থিতিতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে বর্তমানে উপার্জন একেবারে বন্ধ।