রায়গঞ্জঃ লকডাউন শিথিল হওয়ার পরে অস্বাভাবিক হারে কাঁচা চা পাতার দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার খুদ্র চা চাষিরা। কাঁচা চা পাতার দাম বর্তমানে ১৪ থেকে ১৫ টাকায় এসে ঠেকেছে। ফের লকডাউন হতে পারে এই গুজবে অনেক ক্ষুদ্র চাষি উৎপাদন মার খাবার ভয়ে আগেই তুলে নেয় চা পাতা। ফলে আচমকা ধস নেমেছে এই অর্থনৈতিক ফসলে। উত্তর দিনাজপুর স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন নামে একটি কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক দেবাশীষ পাল জানান, একদিকে লকডাউন এবং অন্যদিকে বিরূপ প্রকৃতির জন্য চা চাষের একটা অর্থনৈতিক মন্দা নেমে এসেছে। মাঝখানে আচমকা কাঁচা চা পাতার দাম উর্ধ্বগতিতে এগিয়ে গেলেও আচমকা কমে গিয়েছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনার সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে রয়েছেন এবং করোনা সংক্রমণের জন্য লকডাউন এর ফলে যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের তা কাটিয়ে উঠতে ভারতীয় চা পর্ষদের কাছে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। তা পেলেও কিছুটা সামলে উঠতে পারবেন ক্ষুদ্র চা চাষীরা। তা নয়তো ফের সমস্যা প্রকট হয়ে উঠবে বলে মনে করছেন তিনি। এই লক ডাউনে জেলার ক্ষতি হয়েছে তিরিশ হাজার মেট্রিক টন চায়ের উৎপাদন। যার পরিমান তিনশো কোটির উপরে।