হাসপাতালে প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে সচেতনতা ও জরিমানা

Social

মলয় দে, নদীয়া :-এর আগেই ধূমপান নিয়ে কড়া নির্দেশ জারি করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবার সেই নির্দেশকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করলো নদীয়া জেলা স্বাস্থ্য দপ্তর। শুক্রবার নদীয়া জেলার টোবাকো কন্ট্রোল এর পক্ষ থেকে নদীয়া রানাঘাট মহাকুমা হাসপাতালের তামাক নিয়ন্ত্রণ সেল  হাসপাতালে অভিযান চালায়।যারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতাল চত্বরে ধূমপান করছেন তাদেরকে জরিমানা করা হয়। মূলত সরকার এবং স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে বিভিন্ন পাবলিক প্লেস এবং সরকারি জায়গায় ধূমপান নিষিদ্ধ করে দেওয়া হয়। আইনকে অমান্য করলে জরিমানা নির্দেশ জারি করা হয়। তা সত্ত্বেও দেখা যায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়মিত ধূমপান করে থাকেন সাধারণ মানুষ। মূলত সেই নির্দেশিকা কে আরো শক্তিশালী করতে দিন এই পদক্ষেপ বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি ভবিষ্যতে এভাবে প্রতিটি জায়গায় অভিযান চালানো হবে যাতে ধূমপান মুক্ত করা যায়।

সাধারণ মানুষকে ধূমপান বিষয়ে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি ১২জন কে জরিমানা করা হয় বলে জানা যায়।

Leave a Reply