মাস্ক কখন ও কিভাবে পরবেন? কি বলছেন (WHO) বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ র বিশেষজ্ঞরা

Social

ওয়েব ডেস্ক: মাস্কের ব্যবহার নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা রয়েছে । মাস্ক এর ব্যবহার ও এর রক্ষাণাবেক্ষণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা (WHO)’ র বিশেষজ্ঞরা কি বলছেন?

•আপনি যদি স্বাস্থ্যবানও হন, তবে সন্দেহজনক করোনা ভাইরাস সংক্রমণযুক্ত কোনও ব্যক্তির যত্ন নিলেই আপনার কেবল মাস্ক পরা প্রয়োজন।

‘• কাশি বা হাঁচি থাকলে মাস্ক পরুন।

•অ্যালকোহল ভিত্তিক হাত ঘষে বা সাবান এবং জলের সাথে ঘন ঘন হাত পরিষ্কারের সংমিশ্রণে ব্যবহৃত হয় তখনই মাস্ক গুলি কার্যকর।

•আপনি যদি কোনও মাস্ক পরে থাকেন তবে অবশ্যই এটি ব্যবহার করতে হবে এবং এটি সঠিকভাবে ব্যবহার করতে হবে ।

বিশদে জানতে:-https://youtu.be/Ded_AxFfJoQ

মাস্ক লাগানোর আগে কি করবেন ?

•অ্যালকোহল-ভিত্তিক হাত ঘষে বা সাবান এবং জল দিয়ে হাত পরিষ্কার করুন।

•মুখ এবং নাক মাস্ক দিয়ে কভার করে রাখুন এবং নিশ্চিত করুন যে আপনার মুখ এবং মাস্কের মধ্যে কোনও ফাঁক নেই।

•মাস্কটি ব্যবহার করার সময় স্পর্শ করা এড়িয়ে চলুন; যদি আপনি তা করেন তবে অ্যালকোহল-ভিত্তিক হাত ঘষে বা সাবান এবং জল দিয়ে আপনার হাত পরিষ্কার করুন।

•মাস্কটি স্যাঁতসেঁতে হওয়ার সাথে সাথে তা বাতিল করে নতুন মাস্ক নিন ।

•একক-ব্যবহারের মাস্ক পুনরায় ব্যবহার করবেন না।

           কিভাবে মাস্কটি বাতিল করবেন?

পিছন থেকে এটি অপসারণ করুন (মাস্ক এর সামনে স্পর্শ করবেন না); অবিলম্বে একটি বদ্ধ ডাস্টবিনের মধ্যে ফেলে দিন; অ্যালকোহল-ভিত্তিক হাত ঘষে বা সাবান এবং জল দিয়ে হাত পরিষ্কার করুন ।
বিশদে জানতে https://youtu.be/lrvFrH_npQI

সতর্ক থাকুন । সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলুন ।গুজবে কান দেবেন না ।

করোনা ভাইরাস সম্পর্কে জানতে https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public/when-and-how-to-use-masks

https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public/when-and-how-to-use-masks

Leave a Reply