গান্ধীজীর ১৫০তম জন্ম জয়ন্তী পালনের মাধ্যমে পরিচ্ছন্ন ভারত গড়ার ডাক দিল স্কুল পড়ুয়ারা

Social

ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম জয়ন্তী পালন করা হলো মহা ধুমধাম করে।জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এন.সি.সি বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শ্রী ঘাশিরাম সিংহমুরা,জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার শ্রী দিপ কুমার রায় সহ অন্যান্য শিক্ষক-শিক্ষা কর্মীবৃন্দ।

মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন শিক্ষক,শিক্ষা-কর্মী ও ছাত্র-ছাত্রীরা। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। শোভাযাত্রাটি ধুবুলিয়া শরৎপল্লী, বিবেকানন্দ পল্লী হয়ে বিদ্যালয় ফিরে আসে। পথমধ্যে রাস্তার প্লাস্টিক পরিস্কার করে ছাত্র-ছাত্রীরা ও নিজেদের হাতে তৈরি কাগজের ডাস্টবিন তুলে ধরে সবার সামনে প্লাস্টিক বর্জন করা উপলক্ষে।

ব এছাড়াও কেন্দ্রীয় সরকারের-“ফিট ইন্ডিয়া”বিষয়ে সবার সামনে তুলে ধরেন জাতীয় সেবা প্রকল্পের ছাত্রছাত্রীরা। ২রা অক্টোবর বাপুর জন্মদিন পালন হয় ২ কিমি পথ পরিক্রমা করে। বৃক্ষরোপণ ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান বলেন – “প্লাস্টিক মুক্ত ভারত বর্ষ গড়াই আমাদের মূল লক্ষ্য”।

  1. বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।