ঘর নেই ওদের। কখনও রেলওয়ে স্টেশন আবার কখনো বা ঠাই হয় পরিত্যক্ত কোন জায়গায়।এই রকমই গৃহহীন মানুষদের পূজোর আনন্দে শামিল করতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন-“সাহায্যের ফেরিওয়ালা ও ইমারজেন্সি ব্লাড সার্ভিসের” সদস্যরা। গতকাল সোমবার নদীয়া জেলার পলাশী রেলওয়ে স্টেশনে প্রায় ৫০ জন যাযাবর কে বস্ত্র দান করা হয় সংস্থা দুটির পক্ষ থেকে।বস্ত্র দানের পাশাপাশি কিছু খাবারও তুলে দেওয়া হয় কচিকাঁচা,বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে।
iউদ্যোক্তাদের মধ্যে অন্যতম ওসমান গনি খান বলেন “আমাদের ছোট ছোট প্রচেষ্টা মিলিতভাবে অনেক দূর এগিয়ে যাবে।পূজা মানে মিলনক্ষেত্র ।ধর্ম আলাদা হতে পারে তবে উৎসব হলো সবার।সবার আনন্দেই তো আমরা আনন্দিত। সবাইকে এগিয়ে আসার আহবান জানাই”।পুজোর আগে নতুন জামা কাপড় পেয়ে ভীষণ খুশি কচিকাঁচা আবালবৃদ্ধবনিতা।সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ।