যক্ষা রোগীদের পাশে দাঁড়ালেন চিকিৎসক ও ব্লক প্রশাসন,নিয়মিত সরকারি ওষুধ সেবনই আরোগ্য লাভের একমাত্র উপায়

Social

দেব সিংহ,হরিশ্চন্দ্রপুর:যক্ষা রোগীদের মানসিকভাবে সুস্থ রাখতে পাশে দাঁড়ালেন ব্লক প্রশাসন,চিকিৎসক ও স্বেচ্ছাসেবক সংস্থা।বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক প্রশাসন ও হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক এলাকার ১২৫ জন যক্ষা রোগীর হাতে শীতবস্ত্র ও ফলমূল তুলে দেওয়ার পাশাপাশি যক্ষা রোগ থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠা ও নিয়মিত ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। এদিন সহযোগিতায় ছিলেন WORLD VISION INDIA নামে স্বেচ্ছাসেবক সংস্থার সদস্যরা।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালের BMOH ছোটন মন্ডল,জেলা কমিউনিটি কো-অর্ডিনেটর সৌভিক চট্টোপাধ্যায়, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার আনোয়ার হোসেন,যক্ষা রোগ চ্যাম্পিয়ন রুহুল আমিন।

জেলা কমিউনিটি কো-অর্ডিনেটর সৌভিক চট্টোপাধ্যায় জানান,যক্ষ্মা থেকে সম্পূর্ণ আরোগ্যলাভ সম্ভব,যদি সঠিক ওষুধ সময় মতো খাওয়া যায়।যক্ষ্মা রোগ নির্ণয় এবং তার ওষুধ সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে দেওয়া হয়।

Leave a Reply