রক্তদান শিবির ও সংহতি দিবস উদযাপন আয়োজনে D.Y.F.I

Social

নিউজ সোশ্যাল বার্তা,৬ই ডিসেম্বর ২০১৯: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (D.Y.F.I) নদীয়া জেলার ধুবুলিয়া রেলবাজার শাখার উদ্যোগে আজ সংহতি দিবস উপলক্ষে রক্তদান শিবির ও কম্বল বিতরনের আয়োজন করা হয়। পাশাপাশি এলাকার ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার করে সংগঠনটি । দু:স্থ ও গরিব মানুষদের মধ্যে বিলি করা হয় ১৫টি কম্বল । উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য- স্বরূপ মুখার্জি, জেলা সম্পাদক- রুদ্র প্রসাদ মুখার্জী , ধুবুলিয়া অঞ্চল কমিটির সম্পাদক সুব্রত ভৌমিক ও সভাপতি জান আলী শেখ । এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব মাননীয় অমরেশ দত্ত, নূর মোহাম্মদ খান, শিশির কুমার সহ আরও নেতৃত্ববৃন্দ ।

রক্তদান শিবিরে মোট ৪০ জন রক্তদাতা রক্তদান করেন । সংগঠনের সদস্য সুদীপ্ত কুমার বলেন ” ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা বছর ধরে রক্তদানের জন্য ক্যালেন্ডার প্রস্তুত করে । সেই মতো আজ আমাদের এই রক্তদান শিবির । ছাত্র-যুব সবাইকে রক্তদানের আহ্বান জানাই” ।

সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে পালিত হয় ‘সংহতি দিবস’ । সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মূল্যবান বক্তব্য রাখেন অধ্যাপক শান্তনু ঝা মহাশয় সহ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ববৃন্দ । সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ।

Facebook :News Social Barta 24×7