মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার বেগুনবাড়ির বাসিন্দা মানিজুল হক পেশায় চাষী। গত ৩রা সেপ্টেম্বর মূত্রথলিতে টিউমার নিয়ে কলকাতার এস.এস.কে.এম হাসপাতালে ভরতি হন। গত ২২শে সেপ্টেম্বর তার অপারেশন হয় কিন্তু প্রয়োজন হয় রক্তের ।ব্লাড ব্যাংকে রক্ত মজুত না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ডোনার জোগাড় করতে বলেন। হঠাৎ করে ডোনার জোগাড় করতে ব্যর্থ হয় মনিরুল হকের বাড়ির লোকজন ।ইতস্তত ভাবে ঘুরতে থাকে মনিরুলের শ্যালক হেদাত শেখ। ঠিক সেই সময়ই একটি বিশেষ কাজে হাসপাতালে গিয়েছিলেন কলকাতা আনন্দমোহন কলেজের অধ্যাপক ড. মিলন রায় ।বাড়ি নদীয়া জেলার কোতোয়ালি থানার যাত্রাপুরে।তার কাছ থেকে পুরো বিষয়টি শোনেন এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন ও ব্লাড ব্যাংকে রক্ত দান করেন।হেদায়েত শেখ বলেন “অাবার রক্তের প্রয়োজন হোলে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।এমনকি বন্ধু-বান্ধবের সাথে কথা বলে রক্তের জোগাড় করে দেওয়ার আশ্বাস দেন। ভারতবর্ষে হিন্দু-মুসলিমের মধ্যে যে সম্প্রীতি রয়েছে ও হিন্দু মুসলিম যে আমরা ভাই ভাই এটাই তার জ্বলন্ত উদাহরণ”।মিলন বাবু বললেন” এটা তেমন কিছু নয়,উনি সুস্থ্য হন এটাই কামনা করি।”