কৃষ্ণনগর ২ নং ব্লকে অনুষ্ঠিত হলো যুব সংসদ ও মডেল এক্সিবিশন সহ অন্যান্য প্রতিযোগিতা

Social

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত ব্লকস্তর ছাত্র-যুব বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হল গত শুক্রবার কৃষ্ণনগর-২ নং ব্লকের ধুবুলিয়াতে।ব্লকের ৮টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজ্ঞান মেলার পাশাপাশি হয় যুব সংসদ,কুইজ এক্সটেম্পো প্রতিযোগিতা । বিজ্ঞান মেলায় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ের মডেল সবার সামনে তুলে ধরে। মডেল এর মাধ্যমে তুলে ধরেছে অন্ধদের জন্য নতুন প্রযুক্তির লাঠি,বৃষ্টির জল সংরক্ষণ ও তার ব্যবহার,চন্দ্রযান ২,স্মার্ট সিটি ইত্যাদি।মডেল এক্সিবিশন উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিযোগিতায় প্রথম- কামারহাটি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয়- ধুবুলিয়া দেশবন্ধু হাই স্কুল ও তৃতীয় স্থান অধিকার করে ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তন।মাধ্যমিক স্তরে প্রথম দেশবন্ধু উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় কামারহাটি হাই স্কুল ও তৃতীয় স্থান দখল করে বেলপুকুর উচ্চ বালিকা বিদ্যালয়।
যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তন,দ্বিতীয় নওপাড়া রুপদহ হাই স্কুল ও তৃতীয় স্থান অধিকার করে দেশবন্ধু হাই স্কুল।সেরা মুখ্যমন্ত্রীর পদক পায় ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের ছাত্র- নীলকন্ঠ বালা।ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের যুব সংসদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শ্রী সত্য রঞ্জন গোস্বামী বলেন “নিয়মিত ক্লাসের পাশাপাশি ছাত্রদেরকে নিয়ে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা আজ এই সাফল্যে পৌঁছাতে পারলাম”।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষ্ণনগর ২ এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী অরবিন্দ বিশ্বাস মহাশয় ,পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শ্রীমতি অনিতা হালদার মহাশয়া সহ আরও সম্মানীয় ব্যক্তিবর্গ। ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।