মলয় দে নদীয়া :-নদীয়া জেলার রানাঘাট শহরের মহামিলন মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ দেবের ১৮৬তম জন্মতিথি উৎসব পালিত হলো সোমবার । সকালে মঙ্গল আরতি পুজো ,যজ্ঞ সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুপুরে রামকৃষ্ণ দেবের জীবনী সহ বিভিন্ন দিক তুলে ধরা হয় । এছাড়া ভক্তি গীতি গান এবং নানা ঠাকুরের বাণী আলোচিত হয় । এরপর আগত ভক্তদের প্রাসাদ বিতরণ হয়। রানাঘাট দেবনাথ গার্লস হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা নমিতা কুন্ডু জানান ‘১৯৭৯ সাল থেকে এই মন্দির ও অনুষ্ঠান হয়ে আছে তবে কোভিদ পরিস্থিতির কারণে অন্যান্যবারের তুলনায় এবারে অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে এলাকার মানুষের সহযোগীতায়”।