রক্তদান, অঙ্গদান ও থ্যালাসেমিয়া নিয়ে সচেতন করতে বাইক র‌্যালি মালদা থেকে দার্জিলিং

Social

দেবু সিংহ,মালদা-‌ রক্তদান, অঙ্গদান ও থ্যালাসেমিয়া নিয়ে সচেতন করতে বাইক র‌্যালির সূচনা হয়ে গেল মালদা থেকে। দার্জিলিংয়ে গিয়ে যাত্রা শেষ করবে র‌্যালিটি বলে জানা গেছে।

মালদা ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার্স ফোরাম, ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ব্লাড ডোনার্স ফেডারেশন ও মালদা মেডিক্যালের থালাসেমিয়া ডে কেয়ার ইউনিট-‌এর যৌথ উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়। শনিবার তার সূচনা হয়ে গেল। হাজির ছিলেন মালদা ডিভিশন-‌এর অ্যাসিসট্যান্ট কমিশনার দেবতোষ মন্ডল, ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনেশন ফেরারেশন-‌এর সম্পাদক কবি ঘোষ-‌সহ অন্যরা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবতোষ মন্ডল বলেন,‘‌বছরে সব সময় আমাদের রক্তদান করা উচিৎ। পাশাপাশি অঙ্গদানেও আমাদের এগিয়ে এলে অনেকের সুস্থ জীবন আমরা ফিরিয়ে দিতে পারি। থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকা উচিৎ আমাদের। বাইক র‌্যালির মাধ্যমে ৪ যুবক প্রচার চালাবে দার্জিলিং পর্যন্ত। শুক্রবার এ বিষয়ে একটি সেমিনার হয়ে যায়। এদিন বাইক র‌্যালির সূচনা হয়ে গেল।’‌

Leave a Reply