মলয় দে নদীয়া:-বসে থাকা অবস্থায় মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলেই ধারণা পরিবারের।ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার কুলগাছি গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায় মৃত ব্যক্তির নাম অভিমুন্য শীল (৫২)। কুলগাছি গ্রামেই তার বাড়ি।তিনি প্যান্ডেলের কাজ করতেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়িতে ফিরে স্ত্রী এবং পুত্রের সঙ্গে দেখা করে করেন।এরপর স্ত্রীকে রান্না করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। সারাটা রাত তিনি বাড়িতে ফেরেননি। শুক্রবার সকালে তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চাষের জমিতে একটি পরিচিত মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ। খবর পেয়ে অভিমুন্য শীলের ছেলে অপূর্ব শীলের ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি তার বাবার বলে সনাক্ত করেন। তার বাবা চাষের জমিতে বসে থাকা অবস্থায় ছিলেন।মাথার পেছন দিয়ে রক্ত শুকিয়ে গিয়েছিল।ভারী কিছু দিয়ে মাথার পেছনে আঘাত করা হয়েছে বলে পুলিশের অনুমান। অপূর্ব শীল জানিয়েছেন,’মাকে রান্না করার কথা বলে বাবা সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে গিয়েছিলেন। কিন্তু রাত হয়ে যাওয়া সত্ত্বেও বাবা বাড়িতে না ফেরাই আমি বাবাকে ফোন করেই যেতে থাকি। রাত দেড়টা পর্যন্ত বাবাকে ফোন করা সত্ত্বেও ফোন শুধু বেজেই যায় কিন্তু কেউ সেই ফোন তোলেনি। শুক্রবার সকাল থেকেও একই ভাবে আমি ফোন করে গিয়েছিলাম। পরে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে চাষের জমিতে আমার বাবার মৃতদেহ পড়ে রয়েছে বলে জানতে পারি। কিন্তু আমার বাবাকে কারা কেন খুন করল, তা আমি কিছুই বুঝে উঠতে পারছি না।’