মলয় দে নদীয়া:- হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ১৪ বছর বয়সী এক বালক। নিখোঁজ বালক কে খুঁজে পেতে শান্তিপুর থানার দ্বারস্থ দিশাহীন মা। জানা যায় মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ওই বালকের বাড়ি শান্তিপুর বাথনা এলাকায়।
নিখোঁজ বালকের মা সবিতা বিশ্বাস জানান, তার ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন। গতকাল ছেলেকে যখন স্নান করাচ্ছিলেন তখনই হাত ছিটকে পালিয়ে যায় ওই বালক। মা পেছনে দৌড়ে গেলেও নাগাল পায়নি ছেলের, এর পরেই নিখোঁজ হয়ে যায় ওই বালক। এরপর থেকেই এদিক-ওদিক হন্যে হয়ে খোঁজে মা সবিতা বিশ্বাস, গতকাল থেকে আজ পর্যন্ত নিখোঁজ বালকের সন্ধান না পাওয়ায় অবশেষে শান্তিপুর থানার দ্বারস্থ হয় দিশাহীন মা সবিতা বিশ্বাস, এছাড়াও ছেলে নিখোঁজ হয়ে যাওয়ায় একটি লিখিত জানায় শান্তিপুর থানায়। যদিও ছেলেকে খুঁজে পাওয়ার আশায় পুলিশি একমাত্র ভরসা বলে মনে করছেন ওই মানসিক ভারসাম্যহীন বালকের মা।