দেবু সিংহ, মালদা : মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ১৬ মাইল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আতমা প্রকল্পের মাধ্যমে এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভলপমেন্ট সেলের ব্যবস্থাপনায় কোরক নাথ মুরগি বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার মালদা জেলার যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জহুরা তলা এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর ৮ টি দলকে কোরক নাথ মুরগি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা গ্রাম উন্নয়ন দপ্তরের প্রকল্প আধিকারিক প্রশান্ত কুমার গুহ, পশুপালন দপ্তর এর চিকিৎসক শংকর নাথ, স্থানীয় প্রধান সাজ্জাদ আলী, সোসাইটির সম্পাদক মাইনুল হক সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, মোট ৫০ হাজার স্বনির্ভর দলকে দেওয়া হবে কোরক নাথ মুরগি। ইতিমধ্যে মহিলাদের স্বনির্ভর করতে ১০৯টি দলকে প্রদান করা হয়েছে এই মুরগি।
শুক্রবার স্থানীয় আটটি দলের মধ্যে উন্নত মানের মুরগি বিতরণ করা হয়।
এর পাশাপাশি কিভাবে মুরগি পালন করা হবে এবং কিভাবে ওই মুরগিগুলোকে দেখাশোনা করতে হবে তা নিয়েও স্বনির্ভর দলের মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দপ্তরের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে কোরক নাথ মুরগি বিতরণ করা হয়।
আধিকারিকরা জানিয়েছেন, এই মুরগি অনেক উন্নত মানের। এই মুরগির মাংস কোন ক্ষতি করে না বরঞ্চ লাভ দায়ক।
এই মুরগির ডিম বাজার থেকে বেশি দরে সরকারের পক্ষ থেকে কিনে নেওয়া হবে যাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বেশি উপার্জন করতে পারেন।
এই মুরগি পালনের জন্য অল্প জায়গা ব্যবহার করে বেশি মুনাফা করতে পারবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।