চণ্ডীপুরে আয়োজিত হলো বিবেক চেতনা উৎসব

Social

সোশ্যাল বার্তা, চণ্ডীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা পরিষদ এবং চণ্ডীপুর ব্লক প্রশাসন ও চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত হয় বিবেক চেতনা উৎসব। এ দিন চণ্ডীপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় হাইস্কুলে প্রাঙ্গণে বিবেক চেতনা উৎসবের সূচনা করেন চণ্ডীপুর বিধানসভার বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য। উপস্থিত ছিলেন চণ্ডীপুর ব্লকের বিডিও অনির্বাণ মন্ডল, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অপর্ণা ভট্টাচার্য, ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিল মন্ডল, উপ-প্রধান সুনিল আড়ি সহ বিশিষ্টজনের। এ দিন বিবেক চেতনা উৎসব উপলক্ষে ঈশ্বরপুর হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় ফুটবল প্রতিযোগিতা। বর্তমান যুব সমাজকে স্বামী বিবেকানন্দের ভাবধারা ও আদর্শে অনুপ্রানিত হওয়ার আহ্বান জানান স্থানীয় এলাকার বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য।

Leave a Reply