শান্তিপুর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে “ব্রেকিং বেরিয়ার্স” সেমিনার

Social

মলয় দে নদীয়া:-হাজার ১৯৪৮ সালে শান্তিপুর মহাবিদ্যালয় তৈরি হলেও ১৯৫১ সাল থেকে বিজ্ঞান বিষয়ক পঠন পাঠনে জেলায় বহুজন সমাদৃত। সাথে ইংরেজি এবং ইতিহাস বিভাগ ও সমান কৃতিত্ব দাবী রাখে।

আজ শান্তিপুর কলেজের অডিটোরিয়াম হলে শান্তিপুরকলেজ, ও জেলার বিভিন্ন প্রান্ত কলেজ থেকে আগত প্রায় ৭০ জন ছাত্র-ছাত্রী আগ্রহের সঙ্গে উপধাবন করে এই সেমিনার। “ব্রেকিং বেরিয়াস” নামক এক দিনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবেউপস্থিত ছিলেন গৌতম গঙ্গোপাধ্যায় (কলকাতা বিশ্ববিদ্যালয়), শান্ত দাস গৌহাটি আই আই টি)। এছাড়াও,শান্তিপুর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় গুহ, ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য সহ বিজ্ঞান বিভাগের সকল অধ্যাপকগন।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষা ডক্টর চন্দ্রিমা ভট্টাচার্য্য। তিনি জানান “শান্তিপুর কলেজের ফিজিক্স, ইংরেজি ও ইতিহাস বিভাগ নিয়মিত সেমিনারের মাধ্যমে কলেজের পঠন-পাঠনের উৎকর্ষতা বৃদ্ধি করাচ্ছে। সকল বিভাগ কে এভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে শান্তিপুর কলেজ কে।”
ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ অনির্বাণ ভট্টাচার্য্য আগামী ২২ শে মার্চ রবিবার শান্তিপুর কলেজের প্রথম প্রাক্তন পুনঃর্মিলনী উৎসবে সকলকে আমন্ত্রণ জানান।এবং এ ধরনের বৌদ্ধিক ও জ্ঞান মূলক সেমিনার আয়োজনের জন্য পদার্থবিদ্যা বিভাগকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ জ্যোতির্ময় গুহ রচিত “সলিড স্টেট ফিজিক্স” বইটির জন্য ছাত্র-ছাত্রীরা তাদের প্রিয় অধ্যাপকে সংবর্ধনা জানান।

Leave a Reply