মলয় দে নদীয়া:- আসন্ন পৌরসভা নির্বাচন কে মাথায় রেখে এই প্রথম শহরের সমস্ত সাংগঠনিক শক্তি এক হয়ে ঝাঁপিয়ে পড়ল আগামীর কর্মসূচি রূপায়ণে। শান্তিপুর পৌরসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে জেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাস দায়িত্বপ্রাপ্ত হন। শান্তিপুরের গোধূলি লজে এক কর্মীসভায় তৃণমূল সিপিএম থেকে প্রায় ৩০০ জন কর্মী সমর্থক যোগদান করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নদীয়া জেলা সভাপতি অশোক চক্রবর্তী। নদীয়া, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক, নিরাঞ্জন বিশ্বাস , শহর মন্ডল ২ এর সভাপতি সুকুমার দাস, শহর মন্ডল ১ এর সভাপতি বিপ্লব কর সহ বিজেপির একাধিক নেতা ও কর্মী সমর্থক। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নদিয়া দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক “নিরঞ্জন বিশ্বাস জানান, আগামী দিনে শান্তিপুর পৌরসভার আসন্ন নির্বাচন। সেটাকে লক্ষ্য করে ও পৌরসভার দুর্নীতি দমন রুখতে দলকে আরো শক্তিশালী করতে এছাড়াও পৌর বোড দখল করার লক্ষ্যে কর্মীদের আগে থেকেই সক্রিয় করার বার্তা দিতেই আজকে আমাদের এই কর্মীসভা।”
সভাপতি অশোক চক্রবর্তী জানান “তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায় সহ , বিরুদ্ধাচারণ এর ফলস্বরূপ সাধারণ মানুষের ওপরবাংলার বুকে নেমে এসেছে অত্যাচার। তাইতো শান্তিপুর বিধানসভায় গত লোকসভা নির্বাচনে ২২ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলাম আমরা। আসন্ন পৌর নির্বাচনে পৌরসভা গঠন, শুধুমাত্র সময়ের অপেক্ষা।”
দলীয় সূত্রে জানা যায় চার শতাধিক কর্মী সমর্থকদের মাঝে আজ জেলা সভাপতির হাত থেকে পতাকা গ্রহণের মাধ্যমে শান্তিপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের সিপিএম-তৃণমূল ত্যাগ করে আসা ২৫০ জন যুবক যোগদান করে।