নিউজ সোশ্যাল বার্তা : শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য বিষয় হলো লিঙ্গসমতা ও নারীর অধিকার।
নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে তাদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সাল থেকে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
আর সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গা- ১ ব্লকের নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিটও পালিত করলো “আন্তর্জাতিক নারী দিবস” বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। এবছরের থিম ছিল, বাল্য বিবাহ, নারী মুক্তির অন্তরায়।যদিও দুদিন আগেই অনুষ্ঠানের সূচনা হয়, ছাত্রীদের আত্মরক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। যার মূল দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শারীর শিক্ষার শিক্ষক মাননীয় শুভঙ্কর ঘোষ মহাশয়। এমনকি শ্রেষ্ঠ প্রশিক্ষিত ছাত্রীকে ইউনিটের পক্ষ থেকে পুরস্কারও প্রদান করা হয়। এছাড়া ছিল প্রবন্ধ প্রতিযোগিতা, তাৎক্ষনিক বক্তৃতা, আবৃত্তি, গান ইত্যাদি। যার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক তথা অনুষ্ঠানের সভাপতি মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস মহাশয় তাঁর গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন। এমনকি তিনি সকলকে শপথবাক্য পাঠও করান। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসে, আমাদের মূল শপথ সমাজ থেকে বাল্য বিবাহের কূপ্রভাব দূর করা। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক মাননীয় মহঃ রাজীব হাসান, বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয়সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।
এছাড়া এদিনের অনুষ্ঠানের উজ্বলতম নক্ষত্র হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ মাননীয়া প্রিয়াঙ্কা রায়, মধুরিমা সরকার, রমা বিশ্বাস, পিয়া বরুয়া, মধুলিকা মন্ডল, নাসিমা খাতুন, মৌসুমি সিংহ সহ বিদ্যালয়ের ছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে শিক্ষিকাদের বিশেষ সম্বর্ধণা প্রদান করা হয়। তবে শিক্ষিকাদের আবৃত্তি এবং ছাত্রীদের তাৎক্ষনিক বক্তৃতা খুবই আকর্ষনীয়, যা অনুষ্ঠানে অন্যমাত্রা এনে দিয়েছিল।