প্রীতম ভট্টাচার্য ,নদীয়া : পলাশের আবিরে রাঙা হোক মন। মানসিক অবসাদ থেকে বেরিয়ে ফুলের পরশে রাঙা থাকুক সকলের হৃদয়। কবি থাকুক হৃদয়ে, রঙের আবরনে ভরে যাক কবিগুরুর চরণ।
সৃষ্টির শ্লীলতায় রঙীন থাক আমাদের সমাজ।অশ্লীতার পিঠে নয়, গানে,গল্পে নৃত্যে,কবিতায় বেঁচে থাক কবিগুরু।
আজ বসন্তের রঙে কৃষ্ণনগরে হয়ে গেলো রেওয়াজের বসন্ত পালন। ” রেওয়াজ” একটি নবীনদের নিভৃত চর্চার ঘর। নতুন প্রতিভাদের সকলের সামনে গানে, গল্পে, কবিতায় ও নৃত্যে পরিচয় করিয়ে দিতে রেওয়াজের বসন্ত উদযাপন কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে।
১১ টি রবীন্দ্রনাথের গান, কবিতা ও নৃত্য সহকারে তারা মানুষের সামনে তুলে ধরেন এক অন্যরকম বসন্ত। নারীদিবসের সকালে ও বসন্তের প্রাক্কালে এরকম রবীন্দ্রযাপন শহরে প্রাণের আবির লাগিয়ে দিলো।