সোশ্যাল বার্তা: কয়েক দিন আগেই নদীয়ার হাঁসখালীতে এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গেছেন ১৮ জন মানুষ। পথ নিরাপত্তা বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে “সেফ ড্রাইভ সেভ লাইফ” প্রকল্পের বিস্তারিত বিষয় নিয়ে সচেতনতা শিবির করলো নদীয়া জেলার কৃষ্ণনগর পুলিস জেলার অন্তর্গত ধুবুলিয়া থানা।
বুধবার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তন বিদ্যালয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করে ধুবুলিয়া থানা । ধুবুলিয়া থানার পুলিশ প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিদ্যালয়ের এন এস এস বা জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ খান, ধুবুলিয়া থানার সাব ইন্সপেক্টর দীপঙ্কর মণ্ডল। বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায় সহ অন্যান্যরা ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান জানান “যুব সমাজকে সচেতন করতে পারলে দুর্ঘটনা অনেকটাই কমবে। ধুবুলিয়া থানার এই উদ্যোগকে অভিনন্দন জানাই “।
ধুবুলিয়া থানার পক্ষে সাব ইনস্পেক্টর দীপঙ্কর মণ্ডল সাবলীলভাবে ছাত্রছাত্রীদের সামনে সেফ ড্রাইভ সেভ লাইভ বিষয়টি তুলে ধরেন।
জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায় বলেন জাতীয় সেবা প্রকল্পের মাধ্যমে সারা বছর ধরে চলে সাধারণ মানুষের সচেতনতার কাজ। করোনাকালীন পরিস্থিতির জন্য বিদ্যালয় বন্ধ থাকায় সচেতনতার কাজ কিছুটা হলেও থমকে গিয়েছিল। সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে আমাদের কর্মসূচি চলবে ।