নিউজ সোশ্যাল বার্তা: নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া মুক্তমঞ্চে শ্রমিক মেলা অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী, বিধায়ক মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় । এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কল্লোল খাঁ জেলা পরিষদের সদস্য সুব্রত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
মেলার উদ্যোক্তারা জানান, অসংগঠিত শ্রমিকদের জন্য এই শ্রমিক মেলার আয়োজন । অসংগঠিত শ্রমিকদের ভবিষ্যত নিধি প্রকল্পের সঙ্গে সঙ্গে মৃত্যু এবং দুর্ঘটনা জনিত কারণে সরকারিভাবে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বৃত্তিমূলক প্রশিক্ষণ পেয়ে স্বনির্ভর হতে পারেন শ্রমিকের ঘরের ছেলেমেয়েরা। কন্যা সন্তানদের জন্য পড়াশোনা বাবদ আর্থিক সাহায্য করা হয় এই অসংগঠিত শ্রমিকদের প্রকল্প থেকে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রমিকদের মধ্যে দিয়ে তাদের কাছে এই ধরনের সরকারি প্রকল্পের কথা কিভাবে পৌঁছাবে কিভাবে পেতে পারেন তার বিস্তারিতভাবে জানানোর উদ্দেশ্যে হল এই শ্রমিক মেলা ।
মেলা চলবে আগামী ২ দিন ধরে। মেলায় শ্রমিকদের সম্পর্কে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের এবং অসংগঠিত শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।