“বাংলার গর্ব মমতা” কর্মসূচি ও দলীয় কর্মীসভা”রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে

Social

মলয় দে,নদীয়া: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী গত মাসের ২রা মার্চ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৭৫ দিনের একটি কর্মসূচির নির্দেশিকা দিয়েছিলেন।

প্রথম কর্মসূচির পদক্ষেপ হিসাবে গতকাল নদীয়া জেলার ৮৭ রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী শংকর সিংহ মহাশয় এর আহ্বানে সূচনা হলো “বাংলার গর্ব মমতা” কর্মসূচি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাননীয় শংকর সিংহ ,বিধায়ক রানাঘাট পশ্চিম ,শ্রী তাপস ঘোষ সভাপতি রানাঘাট ১নং পঞ্চায়েত সমিতি, রিক্তা কুন্ডু,জেলা সভাধিপতি নদীয়া জেলা পরিষদ ,পার্থসারথি চ্যাটার্জী, চেয়ারম্যান রানাঘাট পৌরসভা, পার্থ কুমার চট্টোপাধ্যায়, চেয়ারম্যান বীরনগর পৌরসভা সহ ব্লক নেতৃত্ব । এছাড়াও এই বিধানসভার মোট ২৯৩ টি বুথের বুথ সভাপতি, ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য- সদস্যা, আঞ্চলিক সভাপতি, যুব সভাপতি, আঞ্চলিক মহিলা সভানেত্রী, তপশিলি জাতি- উপজাতি সংগঠনের সভাপতি, আঞ্চলিক ছাত্র সভাপতি, শিক্ষক সংগঠনের সভাপতি এবং অঞ্চলের সমস্ত সভাপতিদের নিয়ে এই কর্মসূচি শুরু হয় তাহেরপুরের শাশ্বত স্কুল প্রাঙ্গণে ।বিকেল চারটে থেকে শুরু হয় এই কর্মসূচি । বিধায়কের সংবিধান পাঠের মাধ্যমে,গতকালের অনুষ্ঠানের সূচনার পর, দল প্রেরিত সঙ্গীত বাজানোর পর, আগামী ৭৫ দিনের সমস্ত কর্মসূচির দিন, স্থান উল্লেখ করে স্পষ্ট করেন কর্মীদের মধ্যে।

Leave a Reply