“বাংলার গর্ব মমতা” কর্মসূচিতে সামিল শান্তিপুর বিধানসভা এলাকা

Social

মলয় দে নদীয়া:-দিদিকে বলো কর্মসূচির পর, গত ২ রা মার্চ প্রশান্ত কিশোরের পরামর্শ অনুযায়ী “বাংলার গর্ব মমতা” নামে ৭৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন, প্রায় ২৫ হাজারেরও বেশি জনপ্রতিনিধিদের সামনে।

সেই অনুযায়ী জেলার অন্যান্য বিধানসভার ন্যায় আজ বিকেল চারটের সময় শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক কর্মী সভা আয়োজিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, জেলা পরিষদ সদস্য নিমাই বিশ্বাস সহ শান্তিপুর বিধানসভার অন্তর্গত ছটি অঞ্চলের প্রধান উপপ্রধান এবং সদস্যবৃন্দ।

উচ্চ নেতৃত্বর নির্ধারিত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
সংবিধানের স্ত্রোত্রপাঠ, প্রজেক্টরের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর একটি ভিডিও কর্মীদের দেখানোর মাধ্যমে, আগামী ৭৫ দিনের তিনটি বিভাগে র কর্মসূচির স্থান, সময়, এবং দায়িত্ব বন্টন সবিস্তারে বর্ণনা করেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তার বক্তব্য অনুযায়ী বিধানসভার ২৭৬ টি বুথের বুথ সভাপতি, ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য- সদস্য, আঞ্চলিক সভাপতি, যুব সভাপতি, আঞ্চলিক মহিলা সভানেত্রী, তপশিলি জাতি- উপজাতি সংগঠনের সভাপতি, আঞ্চলিক ছাত্র সভাপতি, শিক্ষক সংগঠনের সভাপতি এবং অঞ্চলের সকল সভাপতি সহ দলের আদিলগ্ন থেকে দায়িত্বে থাকা অথচ বর্তমানে কোন পদ না থাকা বেশ কিছু মানুষকে আজ এই অনুষ্ঠানে আনতে সমর্থ হয়েছেন।

সকলে উপস্থিত থাকলেও শান্তিপুর পৌরসভার দু এক জন কাউন্সিলর ছাড়া বিশেষ কাউকে দেখা মিলল না এই অনুষ্ঠানে যা নিয়ে কর্মী মহলে অসন্তুষ্ট লক্ষ্য করা যায়  ।

Leave a Reply