বিশেষভাবে সক্ষম আবাসিকদের জন্য শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি

Social

সোশ্যাল বার্তা : পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতির হোম ক্যাম্পাসে সোমবার সকাল থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। এই হোম ক্যাম্পাসে বিশেষভাবে সক্ষম আবাসিকরা আদালত , পুলিশ, প্রশাসনের নির্দেশে ওরা হোমে থাকে, হোমই ওদের ঠিকানা। জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং তমলুক ব্লকের উদ্যোগে নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতির হোম ক্যাম্পাসে দুয়ারে সরকার কর্মসূচি আয়োজন করা হয়েছে।

দুয়ারে সরকার কর্মসূচি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনষ্ঠানিক শুভ সূচনা করেন তমলুক ব্লকের বিডিও সৌমেন মন্ডল, জেলা সমাজ কল্যান আধিকারীক পূর্ণেন্দেু পৌরানিক সহ সরকারি আধিকারিকরা। সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মী ভান্ডার, ব্যাঙ্ক এ্যাকাউন্ট, মানবিক পেনশানের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়। কারন আবাসিকদের জন্য এই প্রকল্প গুলো প্রয়োজন। এইদিন ক্যাম্পে ৫২ জন আবাসিক অংশ নেয়।

Leave a Reply