সুমন মজুমদার:ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (D.Y.F.I) বেলপুকুর শাখার উদ্যোগে গত ১৫ই সেপ্টেম্বর রবিবার আয়োজিত হল-রক্তদান শিবির।এই রক্তদান শিবির মোট ৫৫ জন রক্ত দাতা রক্তদান করেন। অনুষ্ঠান শুরু হয় সকালবেলা মহিলা ও পুরুষদের ম্যারাথন প্রতিযোগিতার মধ্যে দিয়ে। ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয় রাজাপুর বাসস্টপ থেকে ও শেষ হয় বেলপুকুর বাস স্টপ ।
এর পর হয় কচিকাচাদের ছবি আঁকার প্রতিযোগিতা এবং কুই্যজ প্রতিযোগিতা।
সাপ বিষয়ে জনসমাজে
সচেতনতা বৃদ্ধির জন্য ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আয়োজন করা হয় সাপ বিষয়ে সচেতনতা শিবির।
গরিব দু:স্থ মানুষদের সাহায্যার্থে লাইন্স ক্লাব ধুবুলিয়া ও D.Y.F.I এর তরফ থেকে দেওয়া হয় মশারি। সমাজের অগ্রগতিতে যুবসমাজের ভৃমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভারতের গণতান্ত্রিক যুব ( D.Y.F.I) সদস্যরা মুল্যবান বক্তব্য রাখেন।