পূর্ব মেদিনীপুরঃ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো এগরা দু নম্বর ব্লকের পাটনা গ্রামের দিন্ডা বাড়ির পুত্র ও পুত্রবধু । শনিবার পূর্ব মেদিনীপুর জেলার জলধা প্রাথমিক বিদ্যালয়ে ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আহারের ব্যাবস্থা করেন। এদিন প্রায় ৫০০ জনকে তারা ভাত, ডাল, সব্জি ও মাছ খাওয়ানোর ব্যবস্থা করে না।
দিন্ডা পরিবারের সদস্য রামকৃষ্ণ দিন্ডা জানান আগামী দিনে তারা ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জামা-কাপড় , শুকনো খাবার ও ওষুধ পত্র পৌঁছে দেবেন।