নদীয়া জেলার তেহট্ট মহকুমার তেহট্ট ২নং চক্রের উদ্যোগে বিদ্যালয়গুলিকে নিয়ে সার্কেল লেভেল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৩ই সেপ্টেম্বর শুক্রবার বেতাইতে। বিভিন্ন বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট পড়ুয়ারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার মধ্যে ছিল-সমবেত সংগীত,সমবেত আবৃত্তি,নৃত্য,গল্প বলা, ইংরেজি ভাষায় কথোপকথন ও দেওয়াল পত্রিকা তৈরি সহ অন্যান্য।ছাত্র-ছাত্রীরা আনন্দের সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।বিদ্যালয় উপ-পরিদর্শক বেতাই চক্র শ্রী বাপ্পাদিত্য সাহা বলেন-“ছোট ছোট শিশুদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা গুলি লুকিয়ে রয়েছে সেই সম্ভাবনা গুলিকে বাইরে বের করে নিয়ে আসার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন”।বিচারক মন্ডলীদের মধ্যে শ্রী শমীক বিশ্বাস বলেন-‘ছোট ছোট শিশুদের উপস্থাপন সত্যিই অপূর্ব’।প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রীদের-প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারিকদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।