পুষ্টি সচেতনতায় পথে নামল স্কুল পড়ুয়ারা

Social

মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুলের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে পালিত হল “Poshan Maah”। সেপ্টেম্বর মাস কে “Rastriya Poshan Maah” হিসেবে পালন করছে কেন্দ্রীয় সরকার।বিভিন্ন রাজ্যে সাড়ম্বরে পালিত হচ্ছে এই কর্মসূচি।এই কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে শুরু হয়ে কাপাসডাঙ্গা সহ বিভিন্ন এলাকা পরিক্রমণ করে ও পুষ্টি বিষয়ে সচেতনতার জন্য প্রচার করে।শোভাযাত্রা শেষে বিদ্যালয়টি আয়োজন করে সেমিনারের। পুষ্টি সংক্রান্ত বিষয়ের ভালো দিক তৎসহ অপুষ্টিজনিত কারণে কি কি রোগ ও সমস্যা হতে পারে তা আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী মৃগাঙ্ক মৌলি বিশ্বাস, জাতীয় সেবা প্রকল্পের আধিকারিক শ্রী অমিত কুমার মণ্ডল ও শিক্ষিকা শ্রীমতি প্রিয়াঙ্কা রায় অধিকারী।

সেমিনার শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে চলে গ্রুপ ডিসকাশন ও উচ্চতার পরিমাপ।জাতীয় সেবা প্রকল্পের সদস্য মুর্শিদ আলম  বলল “নতুন নতুন কিছু বিষয় সম্পর্কে জানতে পারলাম” সদস্যা প্রিয়া মন্ডল হাসতে হাসতে বলল “এবার থেকে ফাস্টফুড একদম বন্ধ”।