পুনরায় নদীয়ার রানাঘাট সেন্টমেরি‌ স্কুলে অনলাইন ক্লাস বেতন বৃদ্ধি নিয়ে অভিভাবকদের বিক্ষোভ

Social

মলয় দে নদীয়া :- রানাঘাটে সেন্ট জেসাস অফ মেরি স্কুলে অভিভাবকরা বেতন ও বিভিন্ন সংক্রান্ত এবং অনলাইন এ ক্লাস নিয়ে বিক্ষোভ দেখালো সোমবার।

তাদের দাবী করোনা ভাইরাসের সংক্রমণে ক্লাস বন্ধ যেখানে অন্যান্য জায়গায় বেতন কমানো হচ্ছে সেখানে এই স্কুলে বেতন কমানো তো হচ্ছেই না উপরন্ত টাকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে ।বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ তার মধ্যে এই ভাবে টাকা দেওয়া সমস্যা । জেলাশাসক ,মহকুমা শাসক কে বিষয়টি জানানো হয়েছে । এখন এই ভাবে চাপ দেওয়া তে তাদের সমস্যা সৃষ্টি হয়েছে। তাই তারা আজ বিক্ষোভ এ নেমেছেন বলে জানালেন আন্দোলনকারীরা ।

Leave a Reply