পথ দুর্ঘটনা ! নদীয়ায় স্কুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন

Social

মলয় দে নদীয়া:- নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত ভালুকা থেকে তিন যুবক মহা অষ্টমীর রাতে ঠাকুর দেখতে আসার পথে গুরুতর জখম হয়ে ভর্তি হল শান্তিপুর স্টেট জেনারেট হাসপাতালে। ওই তিন যুবকের নাম সুব্রত বিশ্বাস রাজকুমার দাস এবং অভি সর্দার । এরমধ্যে অভি সর্দার মোটরসাইকেল চালাচ্ছিলো, মাঝে বসে ছিল রাজকুমার দাস এবং পেছনে সুব্রত বিশ্বাস।

অপর দিক থেকে একটি স্কুটিতে দুই যুবক রাস্তার বাঁক ঘোরার সময় সজরে মুখোমুখি ধাক্কা মারে তাদের এমনই অভিযোগ আহত সুব্রত বিশ্বাসের । রক্তাক্ত অবস্থায় ওই তিন যুবকই মাটিতে লুটিয়ে পড়ে। যা দেখে এগোচ্ছিল না অনেকেই। তবে এক সহৃদয় টোটো চালক তাদের শান্তিপুত্র জেনারেল হাসপাতালে ভর্তি দিয়ে যায় খবর দেয় থানায়। তবে রাজকুমার দাসের মাথায় গুরুতর চোট লাগার কারণে তিনি জ্ঞান হারান তাকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে।

এলাকা সূত্রে অবশ্য জানা যায়, ওই তিন যুবক মদ্যপ অবস্থায় ছিলো। তবে অপর প্রান্ত থেকে আসা স্কুটিতে ওই দুই যুবক এর কোন খোঁজ খবর পাওয়া যায়নি। আর তা থেকে এলাকাবাসীর অনুমান তারা হয়তো গুরুতর আহত হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। তিন পরিবারের সদস্যরাই উপস্থিত হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।

Leave a Reply