দেবু সিংহ:মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো মালদা ডিএসএ ময়দানে।
সংস্থার পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য অতিথি ও ক্রীড়াপ্রেমীরা।
রবি এবং সোমবার দুই দিন ধরে অনুষ্ঠিত হবে মহিলা ও পুরুষ বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা।
রবিবার মহিলাদের প্রায় পঞ্চাশটি ইভেন্টৈ প্রতিযোগিতা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করে ক্রীড়া প্রতিযোগিতায়।
সোমবার পুরুষ বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ওই ময়দানে।
স্কুল-কলেজ সহ বিভিন্ন সংস্থা থেকে পুরুষ ও মহিলারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন সহ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ডিএসএ ময়দানে বলে জানান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দিলীপ দে।