দীঘায় বেড়াতে এসে হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেয়ে দুস্থদের আহার তুলে দিলো মেয়ে। দিঘা বেড়াতে আসা আসাম রাজ্যের মধ্য বয়স্ক ব্যক্তি বেসরকারি হোটেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। মঙ্গলবার গভীর রাতে দিঘা থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ ব্যক্তির মেয়ে। অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করে দিঘা থানার পুলিশ।অবশেষে রামনগর এর ১৪ মাইলে খুঁজে পেল বাবাকে। বাবাকে পেয়ে আনন্দে আত্মহারা মেয়ে। বাবাকে ফিরে পাওয়ার আনন্দে গরিব দুস্থ মানুষদের আহারের ব্যবস্থা করেছেন পরিবার। চন্দনেশ্বর মন্দিরে পুজো দিয়ে গরীব দুঃখী ব্যক্তিদের মুখে আহার তুলে দিলেন তারা।
হোটেল থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য ঘনিভূত হয়।
জানাগেছে, গত ৩ রা এপ্রিল কলকাতা থেকে বাসে করে আসাম রাজ্যের গৌরিপুর থেকে দিঘার বেড়াতে আসেন। এরপর তাঁরা নিউ দিঘার একটি বেসরকারী হোটেলের উঠেন। পরে সপরিবারে হোটেলে রুমে ঘুমাতে চলে যান। পরের দিন সকালে উঠে দেখেন ওই মধ্য বয়স্ক রহস্যজনকভাবে নিখোঁজ। নিখোঁজ ব্যাক্তি ঘনকান্ত দাস ( ৬৮) কে অবশেষে খুঁজে পাওয়া গেলো রামনগরে। তার বাড়ী আসাম রাজ্যের গৌরীপুর এলাকায়।