প্রীতম ভট্টাচার্য্য,নদীয়া : নদীয়া জেলার কৃষ্ণনগর শহর থেকে বাসে বা ট্রেনে ধর্মদা / মুড়াগাছার কাছেই বনগ্রাম, ধুবুলিয়া থেকে ৪ কিমি। প্রত্যন্ত গ্রামে আজ দুই বছর ধরে এই বই মেলার আয়োজন।
ছোটো জায়গায় এরকম দৃষ্টিনন্দন বইমেলা এক অভিনব উদ্যোগ গ্রামের মানুষের। ছোটোদের বই মুখী করতেই গ্রামের মানুষের আর্থিক সাহায্যেই এই গ্রামের তরুনপ্রজন্মরা এই মেলার আয়োজন করে থাকে।
কোনো সরকারী সাহায্য ছাড়াই এই বইমেলা মানুষের মনে জায়গা করে নিয়েছে।বনগ্রাম প্রত্যয় ডেভলপমেন্ট আ্যসোসিয়েশন ও সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এই মেলা।মেলার উদ্বোধন করেন ব্লক ডেভলপমেন্ট অফিসার শ্রী অরবিন্দ বিশ্বাস মহাশয়।
২৮ শে ফেব্রুয়ারী থেকে ২ রা মার্চ ২০২০ পর্যন্ত চলে এই মেলা। উদ্যোক্তা সাধন মন্ডল বলেন গ্রামের ছোট ছেলে মেয়েদের বইমুখি করতে ও মানুষকে বই এর কাছে আনতে পেরে আমরা খুব খুশী।
মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গ্রামের ছেলেমেয়েরা হাতে আঁকা ছবির প্রদর্শণী এই মেলার আলাদা আকর্ষন ছিলো।
ছবির সাথে হাতের কাজ বেশ নজর কাড়ে গ্রামের মানুষের। প্রদর্শণীর উদ্যোক্তা নীতা বিশ্বাস বলেন ছবিকে মানুষের সামনে আনতে পেরে ও তাদের ছবি দেখার আগ্রহ দেখে আমরা আপ্লুত।
এই বইমেলার পরিচালনা করে ১২ থেকে ১৬বছরেরবান্টি সুদিপ্ত, বিকি, কিংশুক, পৃথ্বী,প্রসেন দের দল। এই চারদিন বনগ্রামের মানুষের কাছে বইমেলা উৎসবের মত।