ওয়েব ডেস্ক : এমন একটি গ্রাম যেখানে শুধু সুন্দরী মহিলারাই বাস করেন। কোনও পুরুষ এই গ্রামের বাসিন্দা নন। তবে এই প্রথম বার যুবতীরা পুরুষদের এই গ্রামে আসতে আহ্বান জানিয়েছেন। অনেক যুবতী বিয়ে করতে চাইলেও, গ্রাম ছেড়ে যেতে চান না। তাই তাঁরা এমন সঙ্গীর খোঁজে, যাঁরা এই শর্তে রাজি হবেন।দক্ষিণ-পূর্ব ব্রাজিলের নোওয়া ডে করডেরিয়ো গ্রাম। যা একটি মিথে পরিণত হয়েছে। গ্রামের বাসিন্দা ৬০০ বেশি মহিলা-যুবতী। কয়েক জন মহিলা বিবাহিত। তবে তাঁরা এই গ্রাম ছেড়ে যাননি। সপ্তাহ শেষে ২ দিনের জন্য তাঁদের স্বামী গ্রামে আসেন। যে কোনও বয়সের মহিলার জন্য নিজের দুই বাহু উন্মুক্ত রেখেছে এই গ্রাম।
কী ভাবে পত্তন এই গ্রামের?
১৮৯০ সালে এক মেয়েকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। এর পরই শ্বশুরবাড়ি ছেড়ে এখানে চলে আসেন তিনি। ১৮৯১ সালে এই গ্রামের পত্তন করেন মারিয়া সেনহোরিনা ডে লিমা। এ সময় এই এলাকায় শুধু একটি চার্চ ছিল। অন্য মহিলারা এ ব্যাপারে জানতে পারলে, তাঁরাও সেখানে এসে বসবাস করতে শুরু করেন। চার্চের লোকেদের সঙ্গে মিলে ঘর-বাড়িও তৈরি করে ফেলেন তাঁরা। যাঁরা বিয়ে করতেন চান না, সিঙ্গল মাদার, আবার যাঁরা একা থাকতে চান, তাঁরা এই গ্রামে বাস করেন।
এখানে মহিলা এবং যুবতীরা মিলে চাষ-সহ প্রয়োজনীয় সমস্ত কাজই একা হাতে করেন। ৪৯ বছরের রোজালি ফার্নান্ডেজ বলেন,’যখনই কোনও সমস্যা হয়, তখন আমরা মিলে আমাদের মতো করে তা মিটিয়ে নিই। আমরা বিরোধের পথে যাই না, বরং ঐকমত্যে আসার চেষ্টা করি। আমরা সবকিছুই শেয়ার করি। এমনকি যে জমিতে চাষ করি তা-ও। এখানে কেউ কারও সঙ্গে প্রতিযোগিতা করে না। এখানে সবাই একজনের জনের জন্য এবং একজন সবার জন্য।
সম্প্রতি গ্রামের সমস্ত মহিলারা মিলে কমিউনিটি সেন্টারের জন্য ওয়াইড স্ক্রিন টিভি কিনেছি। সেখানে আমরা সবাই মিলে টিভি দেখি, আনন্দ করি। আমরা এখানে প্রত্যেকে প্রত্যেকের কাপড় ব্যবহার পরতে পারি, প্রত্যেকের চুল বেঁধে দিই, নেলপলিশ লাগিয়ে দিই।’
এই গ্রামে বসবাসকারী সকল মহিলা এবং যুবতীই অত্যন্ত সুন্দরী। এখানে বসবাসকারী যুবতীরা এই প্রথমবার নিজের যোগ্য সঙ্গীর খোঁজ শুরু করেছেন। তবে শর্ত একটিই, বিয়ের পর তাঁরা এই গ্রাম ছেড়ে যেতে চান না। তাই, এমন সঙ্গীর খোঁজই করছেন, যাঁরা তাঁদের ওই গ্রামে থাকতে দেবেন। আপাতত ৬০০ জনের মধ্যে ৩০০ জন মহিলা যোগ্য পুরুষদের বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। গ্রামে থাকতে দেওয়ার শর্তে যে পুরুষ রাজি হবে, তাঁদের সঙ্গে বিয়ে করবেন তাঁরা।
ছবি ও তথ্য : নিউজ ফেড থেকে সংগৃহীত